গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
কিছুতেই থামছেনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নানামুখি অপরাধ কর্মকান্ড।
অনুসন্ধানে দেখা যায়, অত্র উপজেলায় মাদক পাচার নিয়ন্ত্রন করাসহ এমন কোন অপকর্ম নেই যে অপকর্মে রোহিঙ্গারা জড়িত নেই!
তারেই ধারাবাহিকতায় টেকনাফের হোয়াইক্যং রোহিঙ্গা শিবিরে এপিবিএন’ কর্মরত আর্মড পুলিশ সদস্যরা একটি অভিযান পরিচালনা করে ইয়াবা,জাল টাকাসহ তিন অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছে।
সূত্রে জানা যায়, ২০ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত ২২নং উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে ৫হাজার টাকার জাল নোটসহ ডি-বল্কের বাসিন্দা অলি আহমদ’র পুত্র মোঃ সেলিম (২৭), এবং ৩২০ পিচ ইয়াবাসহ মৃত আবু তাহেরের পুত্র মোঃ রিদুয়ান (২৬), একই ক্যাম্পের বাসিন্দা মোঃ রিদুয়ানের স্ত্রী আনোয়ারাকে আটক করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ১৬ এপিবিএন’র কমান্ডিং অফিসার হেমায়াতুল ইসলাম জানান, এক নারীসহ আটক তিন অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় প্রেরন করা হয়েছে।###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-