গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন’র পুলিশ সদস্যরা নয়াপাড়া রেজিষ্ট্রার্ড রোহিঙ্গা শিবির থেকে আনোয়ার সাদেক নামে এক রোহিঙ্গা ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে।
১৯ অক্টোবর পুলিশের কাছ থেকে জানাযায়, ১৮ অক্টোবর সন্ধ্যার দিকে রোহিঙ্গা ক্যাম্প নয়াপাড়া এইচ ব্লকের বাসিন্দা সাহারা খাতুন নামে এক রোহিঙ্গা নারীর বসত ঘরে আটক ডাকাত আনোয়ার সাদেকের নেতৃত্বে একদল ডাকাত নগদ টাকা ও স্বর্ণ-লংকার,মোবাইলসহ দামী জিনিষ পত্র গুলো লুট করে নিয়ে যায়। এরপর ক্ষতিগ্রস্ত নারী সাহারা খাতুন পুলিশ ফাঁড়িতে এসে বেশ কয়েকজন ডাকাতের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে ১৯ অক্টোবর (সোমবার) ক্যাম্পে দায়িত্বরত ইন্সপেক্টর রাকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএন (আর্মড) পুলিশের একটি দল ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে নয়াপাড়া পি-ব্লকের বাসিন্দা আমির হোসেনের পুত্র ডাকাত আনোয়ার সাদেক (১৯)কে আটক করতে সক্ষম হয়।
এদিকে আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর রাকিবুল ইসলাম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-