জাহেদ হাসান •
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয় অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে।
রবিবার (১৮ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রামের একটি টিম বাকলীয়া থানাধীন চাকতাই নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় এক রোহিঙ্গা নাগরিকের দেহ তল্লাশী করে ২ হাজার উদ্ধার সহ ওই মাদক পাচারকারীকে আটক করা হয়।
আসামী- মোঃ আমীর উল্লাহ (২৩), পিতাঃ মৃত কালা মিয়া, মাতা- নাজুন নেছা, স্ত্রী-জায়তুন বিবি, সাং- জামতলা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৫, বি- ব্লক, কক্ষ নং-৭২২, আনোয়ার মাঝি, টেকনাফ- কক্সবাজার।
এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-