আনোয়ারায় উখিয়ার যুবক সহ দুই মাদক কারবারি আটক

ডেস্ক রিপোর্ট • আনোয়ারা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  পৃথক অভিযানে দুই যুবক আটক হয়েছে। এই সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ রবিবার সকালে আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকা হতে তাদেরকে আটক করা হয়েছে।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অঞ্চলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল রবিবার সকালে উপজেলার কালা বিবির দীঘির মোড় এলাকায় পৃথক অভিযান চালায়। সেখানে চার হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করে।

আটককৃতরা হলো কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বটতলী গ্রামের রশিদ আহমদ এর পুত্র আব্দুল আজিজ (২৮)। নড়াইল জেলার কালিয়া এলাকার শেখ জুলফিকার আলীর পুত্র মারুফ শেখ ২১)।

আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শামসুজ্জামান জানান, ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।

আরও খবর