ইমাম খাইর •
কক্সবাজার শহরের ৬নং বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে নৌকা ডুবিতে ২ জন নিখোঁজ হয়েছে।
তারা হলেন- শহরের নতুন বাহারছড়ার মোঃ ইউনুস (৩৫) ও মোঃ বেলাল (২২)। এ সময় আব্দু শুক্কুর (৩২) নামের এক ব্যক্তি উদ্ধার হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নৌকাডুবির ঘটনাটি ঘটে।
সোমবার সকাল ৭ টা পর্যন্ত নিখোঁজদের পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শখ করে রাতে নৌকায় চড়ে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় মোঃ ইউনুস, মোঃ বেলাল ও আব্দু শুক্কুর।
নদীর কূল থেকে একটু দূরে যেতেই প্রবল স্রোতে তাদের বহনকারি নৌকাটি ডুবে যায়। ১ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২ জন নিখোঁজ হয়ে যায়।
স্থানীয় মাঝি-মাল্লারা বলেন, এরা পেশাদার জেলে নয়। শখের বশে নদীতে মাছ ধরতে এসে এ মর্মান্তিক ঘটনা ঘটে যায়। তাঁরা ৩ জন নৌকা নিয়ে যখন নদীর মাঝে চলে যায় তখন স্রোতের প্রবল বেগের কারণে নৌকা উল্টে যায়।
ফায়ার সার্ভিস কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ঘটনার পরেই উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এখনো দুইজনের সন্ধান মেলেনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-