সাইফুল ইসলাম, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর ভেজা স্যাঁতস্যাতে পরিবেশে খাদ্য সংরক্ষণ, একই ফ্রিজে বিভিন্ন ধরণের খাদ্য সংরক্ষণ, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে নিরিবিলি অর্কিড, সল্ট রেস্টুরেন্ট ও ম্যাকডেরীন রেস্তোঁরাকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
১৮ আক্টোবর (সোমবার) বিকেলের দিকে শহরের হোটেল মোটেল জোন এলাকার এসব রেষ্টুরেন্টে অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা বলেন, লাইসেন্স নবায়ন না করা, অসাস্থ্যকর ভেজা স্যাঁতস্যাতে পরিবেশে খাদ্য সংরক্ষণ, একই ফ্রিজে বিভিন্ন ধরণের খাদ্য সংরক্ষণ, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পন্য মজুদ রাখার, যথাযথ ভাবে ভোক ভাউচার সংরক্ষণ না করায় এবং সাস্থ্যবিধি না মানার অপরাধে উল্লেখিত তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জেলা আনসার বাহিনী, জেলা স্যানেটারি ইন্সপেক্টর, সহকারী পরিচালক ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-