আকাশপথে যুক্ত হচ্ছে ‘কক্সবাজার-সিলেট’

লোকমান হাকিম :

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রথমবারের মতো আকাশপথে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার-সিলেট। আগামী ১২ নভেম্বর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে দেশের একমাত্র রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সপ্তাহের প্রতি রোববার ও মঙ্গলবার কক্সবাজার-সিলেট এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট-কক্সবাজার রুটে চলবে এই ফ্লাইট। কক্সবাজার বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট চালু হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিমান বাংলাদেশ এরলাইনস’র কক্সবাজারের স্টেশন ম্যানেজার মোহাম্মদ হোসাইন আলমগীর।

অপরদিকে আকাশপথে কক্সবাজার-সিলেটকে যুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কক্সবাজারের পর্যটন শিল্পে জড়িত সংশ্লিষ্টরা। তারা বলছেন, দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পর্যটন নগরী কক্সবাজারের সাথে সিলেট রুটে সরাসরি উড়োজাহাজের ফ্লাইট চালু হলে দুই অঞ্চলে পর্যটন শিল্পের আরও প্রসার যেমন ঘটবে তেমনি যোগাযোগের আমুল পরিবর্তন ঘটবে।

জানতে চাইলে কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, “কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীসহ সকলের দীর্ঘদিনের দাবি ছিল ‘কক্সবাজার-সিলেট’ রুটে বিমানের ফ্লাইট চালু করা। অবশেষে সেটা হতে যাচ্ছে, এটা খুবই সুংবাদ। কারণ, সিলেটের বেশিরভাগ মানুষই লন্ডন কেন্দ্রিক এবং ভ্রমণ প্রিয়াসী। এখন আশা করা যায় সিলেট থেকে প্রচুর পর্যটক কক্সবাজার বেড়াতে আসবে। পাশাপাশি পর্যটন শিল্পও বিকশিত হবে।”

মুকিম খান বলেন, “আগে পর্যটকদের সিলেট হয়ে ঢাকা এবং ঢাকা হয়ে কক্সবাজার আসতে হতো। এতে ভোগান্তিও বাড়তো, এখন সেটা কমে আসবে। রাষ্ট্রীয় উড়োজাহাজ চলাচলের পাশাপাশি বেসরকারি এয়ারলাইনসগুলোও শীঘ্রই ফ্লাইট চালু করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

বিমান বাংলাদেশ এরলাইনস’র কক্সবাজারের স্টেশন ম্যানেজার মোহাম্মদ হোসাইন আলমগীর বলেন, গত ১৫ অক্টোবর ফ্লাইট চালুর বিজ্ঞপ্তি পর ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। সকল ভ্যাট-ট্যাক্সসহ কক্সবাজার-সিলেট রিটার্ন টিকিটের দাম পড়বে প্রতিজনে ৯ হাজার ৪০০ টাকা আর শুধু যাওয়া কিংবা আসার ক্ষেত্রে টিকিটের দাম পড়বে ৪ হাজার ৭০০ টাকা। এই ফ্লাইটে কক্সবাজার থেকে সিলেট যেতে সময় ব্যয় হবে ১ ঘণ্টা ৪০ মিনিট। তিনি বলেন, সব ঠিক থাকলে আগামী ১২ নভেম্বর থেকে কক্সবাজার-সিলেট রুটে উড়বে বাংলাদেশ বিমান।

কক্সবাজার বিমান অফিসে সূত্রে জানা গেছে, প্রথমদিকে এ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট কক্সবাজার থেকে সিলেট যাবে এবং সিলেট থেকে সরাসরি কক্সবাজার আসবে। প্রতি সপ্তাহের রোববার ও মঙ্গলবার কক্সবাজার-সিলেট এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার সিলেট-কক্সবাজার রুটে চলবে এই ফ্লাইট।

জানা যায়, আকাশপথে আন্তর্জাতিক রুটের পাশাপাশি কক্সবাজারসহ দেশের অভ্যন্তরীণ রুটে যাত্রীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সড়কপথে যানজট ও দুর্ভোগের কারণে যাত্রীরা আকাশপথকে বেছে নিচ্ছেন। ইতিমধ্যে বাংলাদেশ বিমানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিমান সংস্থাও দিন দিন ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে। এসব বিষয় চিন্তা করে অভ্যন্তরীণ রুটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফ্লাইট পরিচালনা নিয়েছে বিমান। তাছাড়া বাংলাদেশ বিমান বহরে তিনটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হয়েছে। এসব উড়োজাহাজ দিয়ে আঞ্চলিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে কক্সবাজার থেকে সিলেট রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এতোদিন পর্যটকদের সড়কপথে সিলেট থেকে কক্সবাজার আসতো। ফ্লাইট চালু হলে এখন পর্যটকদের আকাশপথে যাতায়াতের পথ সুগম হলো।

আরও খবর