কক্সবাজার থেকে ইয়াবা বিক্রি করতে এসে ধরা তারা

ডেস্ক রিপোর্ট • নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসব ইয়াবা কক্সবাজার থেকে এনে ফিরিঙ্গী বাজার এলাকায় বিক্রি করতে এসেছিল তারা।

ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়। গ্রেফতার তিনজন হলো- মো. কুদ্দুস মিয়া (৫৪), মো. রাসেল (২১) ও মো. নুর উদ্দিন লিটন (২৪)।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, ফিরিঙ্গী বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
তিনি জানান, কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছিল এসব ইয়াবা।

ফিরিঙ্গী বাজার মোড় এলাকায় বিক্রির জন্য অপেক্ষা করছিল তারা। তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর