চকরিয়ায় যুবককে গলা কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪

চকরিয়া প্রতিনিধি •

চকরিয়ায় আয়ুব নবী (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে ওই মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে নিহত আয়ুবের বাবা শাহ আলম বাদী হয়ে ১৬জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব ভিলেজার পাড়ার গোলাম ছোবহানের ছেলে ছৈয়দ নূর, নেজাম উদ্দিনের স্ত্রী মুর্শিদা বেগম, আহমদ নবীর স্ত্রী রোকেয়া বেগম ও জাহেদুল ইসলামের স্ত্রী হামিদা বেগম।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ হোসেন বলেন, হত্যা মামলা রুজুর হওয়ার পর এজাহারভুক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

উল্লেখ্য, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বোয়ালিয়াঘোনা এলাকায় ক্ষেতের পার্শ্ববর্তী ড্রেন থেকে আয়ুব নবী নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পূর্ব ভিলেজার পাড়া ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমের ছেলে। ক্ষেতের চারা উপড়ানোর বিরোধ নিয়ে এক সপ্তাহ আগে একই এলাকার নেজাম উদ্দিনের সাথে আয়ুব আলীর পরিবারের বাকবিতন্ডা হয়।

আরও খবর