টেকনাফে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে দায়িত্বরত সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১১হাজার ৬শত পিচ ইয়াবা ৪ হাজার ২শত নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।

অভিযান গুলোর সত্যতা নিশ্চিত করে টেকনাফ মাদকদ্রব্য অফিসে কর্মরত পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ১৩ অক্টোবর (মঙ্গলবার) গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ বাহাছড়া ইউনিয়ন নোয়াখালী পাড়া এলাকার বসবাসরত মিয়ানমার থেকে পালিয়ে আসা পুরাতন রোহিঙ্গা আলী আহাম্মদের পুত্র মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিদ্দিক(৪৯)’র বসতবাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে একটি শপিং ব্যাগের ভিতর মওজুদ করে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করে।

এসময় এই ইয়াবা গুলোর সাথে জড়িত থাকার অপরাধে দুই মাদক কারবারীকে আটক করে।

আটক মাদক বসায়ীরা হচ্ছে, বাহারছড়া ইউনিয়ন কোনাপাড়া এলাকার উলামিয়ার পুত্র আলী আহাম্মদ(৩৮), একই ইউনিয়ন নোয়াখালী পাড়ার পুরাতন রোহিঙ্গা আলী আহাম্মদের পুত্র মোহাম্মদ সিদ্দিক(৪৯)।

অপরদিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একটি বসতবাড়ীতে ইয়াবা মওজুদ করে রেখেছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী একই দিন বিকাল ৩টার দিকে টেকনাফ পৌরসভা ৮নং ওয়ার্ড দক্ষিন জালিয়াপাড়া এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে এক বসতবাড়ীর শয়ন কক্ষে একটি প্লাস্টিকের বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৬শত পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

এসময় ইয়াবা গুলোর সাথে জড়িত থাকার অপরাধে রশিদ আহাম্মদের স্ত্রী দিলদার বেগম (৩৫)কে আটক করা হয় এবং তার স্বামী রশিদকে পলাতক আসামী করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ইয়াবাসহ আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তি কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর