রোহিঙ্গা ক্যাম্পে কাটাতারের বেড়া টেকসই ও মজবুত করতে বসানো হচ্ছে কাটাতারের রিং

আবদুল্লাহ আল নোমান •

বিশ্বের অন্যতম বৃহত্তর শরণার্থী ক্যাম্প কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প গুলোতে চারপাশের কাটাতারের বেড়া আরো মজবুত ও টেকসই করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি তত্তাবধানে কাটাতারের বেড়ার চারপাশে শক্তিশালী রিং বসানো হচ্ছে।

সরেজমিনে উখিয়ার কুতুপালং টিভি রিল এলাকায় ঘুরে দেখা যায়, কাটাতারের বেড়াগুলি শক্তিশালী করতে এর দুপাশে মাটির উপর শক্তিশালী কাটাতারের রিং বসানো হচ্ছে। যা বেড়া গুলোকে আরো টেকসই ও মজবুত করে তুলবে।

উল্লেখ যে, রোহিঙ্গাদের অবাধ চলাচল রুখতে এবং স্থানীয়দের নিরাপত্তা দিতে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাটাতারের বেড়া দেয় সরকার। যা বাস্তবায়ন করে বাংলাদেশ সেনাবাহিনী। তবে কাটাতারের বেড়া দেওয়ার পরপরই রোহিঙ্গারা এটির নিচ দিয়ে গলে গলে চলাচল শুরু করে। তারই পরিপেক্ষিতে কাটাতারের বেড়ার শক্তিশালী ও টেকসই করতে কাটাতারের রিং বসাচ্ছে সরকার।

আরও খবর