উখিয়ায় বিজিবির অভিযানে প্রায় ২ লক্ষ ৩৯ হাজার ইয়াবা নিয়ে আটক ৩

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ লক্ষ ৩৮ হাজার ৮শ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) সকালে পালংখালী তাজনিমারখোলা পশ্চিমপাড়া সৈয়দ আলম মনোয়ারের বাড়িতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুদের গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি আভিযানিক টহলদল তাজনিমারখোলা পশ্চিমপাড়া এলাকার ফকির মোহাম্মদ এর বাড়িতে তল্লাশি চালিয়ে রান্না ঘরে মাটি নিচে বালতিবর্তী ১ লক্ষ ২৮ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সৈয়দ আলম মনোয়ারকে (৩৫) আটক করা হয়।

অপরদিকে রেজুপাড়া বিওপির সদস্যরা রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকায় কোটবাজারগামী যাত্রিবাহী অক্টোরিক্সায় তল্লাশী চালিয়ে ব্যাগবর্তী ১ লক্ষ পিস ইয়াবাসহ একজনকে আটক করে। আটক ব্যক্তি রত্নাপালং ইউনিয়নের খলুরবাপেরপাড়া এলাকারু মৃত আবুল সামার ছেলে মো: জামাল হোসেন (২১)।

একই দিন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোষ্টে কক্সবাজারগামী যাত্রিবাহি সিএনজিতে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ নুর (২৮) নামে একজনকে আটক করে। সে টেকনাফের নয়াপাড়া এলাকার মৃত হোসেনের ছেলে।

বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ লক্ষ ৩৮ হাজার ৮শ পিস ইয়াবাসহ তিনজনকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, আটককৃতদের সংশ্লিষ্ট মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়।

আরও খবর