টেকনাফে উত্তরবঙ্গের ৩ মাদক ব্যবসায়ী আটক: পিকআপ জব্দ

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফ থেকে ইয়াবা নিয়ে যাওয়ার সময় র‍্যাবের হাতে ধরা পড়লো উত্তর বঙ্গের তিন মাদক ব্যবসায়ী!
এসময় ইয়াবা পাচারে ব্যবহার হওয়া একটি পিকাপ গাড়ীও জব্দ করেছে র‍্যাব।

১২ অক্টোবর(সোমবার) দুপুরে র‍্যাবের পাঠানো প্রেস বার্তা সুত্রে জানাযায়, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে টেকনাফ থেকে একটি পিকাপ গাড়ী নিয়ে মাদক পাচারে জড়িত উত্তর বঙ্গ থেকে আসা কয়েকজন মাদক পাচারকারী ইয়াবা নিয়ে যাচ্ছে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, ১১অক্টোবর (রবিবার) রাত ১০টার দিকে টেকনাফে কর্মরত র‌্যাব-১৫ (সিপিসি-১) সদস্যদের একটি দল টেকনাফ সদর ইউনিয়ন বরইতলী এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশী শুরু করে। এরপর চ্যাকপোস্টের সাসনে আসা একটি পিকাপ গাড়ীতে র‍্যাব সদস্যরা তল্লাশী করতে উদ্যত হলে গাড়ীতে থাকা অপরাধীরা গাড়ী থেকে কৌশলে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে সাড়ে তিন হাজার ইয়াবা পাওয়া যায়।

আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে, উত্তর বঙ্গের রাজবাড়ি সদর থানার কুটি পাচুরিয়া ইউনিয়ন’র গুপ্তমানিক গ্রামের ইছহাক পাটোয়ারীর পুত্র মোঃ ইমরান পাটোয়ারী (৩৫), একই জেলার মরঙাঙ্গা গ্রামের মৃত আলী বিশ্বাসের পুত্র মোঃ মিলন বিশ্বাস (৩২),এবং ফরিদপুর জেলার কোতোয়ালী থানার জকিগঞ্জ মাদ্রাসা ইউনিয়নের চরকৃস্নপুর গ্রামের মৃত রহমত বেপারীর পুত্র আলা উদ্দিন বেপারী (৩০)।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদক পাচার প্রতিরোধে র‍্যাবের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আরও খবর