গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে কর্মরত র্যাব-১৫’ সদস্যদের সাঁড়াশী অভিযানে অস্ত্র,ইয়াবাসহ শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর ৫ সদস্য আটক করতে সক্ষম হয়েছে।
তথ্যে সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে স্বশস্ত্র একদল ডাকাত হ্নীলা জাদিমুরা ওমরখান সীমান্ত উপকূলে খালাস করবে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ী র্যাব-১৫-টেকনাফে কর্মরত সদস্যদের একটি দল অভিযান পরিচালনা করার জন্য ঐ এলাকায় অবস্থান নিলে র্যাবের
উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে ৫ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
আটক ডাকাতরা হচ্ছে, হ্নীলা ইউনিয়ন উলচামরী স্কুল পাড়ার মৃত কালা মিয়ার পুত্র শাহ জালাল ওরফে লাশ জালাল (১৯), রঙ্গিখালী পূর্ব পাড়ার মৃত নবী হোছনের পুত্র মোঃ খায়ের (১৯),গাজী পাড়ার সাবের আহমদের পুত্র নুরুল আফসার (২২), উলুচামরী এলাকার নুরুল ইসলামের পুত্র হেলাল উদ্দিন (২৩) এবং আব্দুল হাকিমের পুত্র মোঃ হেলাল উদ্দিন (২৬)।
এসময় তাদের দেহ তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যাব।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ দায়িত্বরত কর্মকর্তা সহকারী পরিচালক মেজর মেহেদী হাসান কক্সবাজার জার্নালকে জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী,ডাকাত এবং মাদক পাচারে জড়িতদের ধরতে র্যাবের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
অপরাধী যত বড় প্রভাবশালী হোক তাকে আইনের আওয়তাই নিয়ে আসতে র্যাব সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। তবে স্থানীয় জনগনকে সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগীতা করতে হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-