আমি তোমাদের নিষ্ঠার তুল্য নই
কখনো হওয়ার প্রযত্ন করবো না,
আমি আমার মত ভালো আছি
তোমাদের মতো হতে যাবো না।
আমি তোমার অনুরূপ সুশীল না
আমার অব্যয়ে প্রত্যেকে সুশীল,
আমি সমুদয়কে ভালোবাসতে পারি
তোমার কাছে সুশীলেরা অধিক দামি।
আমি কৃষ্ণবর্ণ বা অনুচ্চ হতে পারি
তোমার মতো বৈষম্যকারী না,
আমি সবাইকে কুটুম্ব ভাবি
তোমার মত দূরে ঠেলে দি না।
আমি তোমার নিমিত্তে সর্ব সমর্থ হই
প্রত্যর্পণের আকাঙ্খার তরে নয়,
আমি বৈভবের মাঝে সুখ পাই না
তুমি তার মাঝে তৃপ্তির পাত্তা পাওয়া।
আমি আমার মত নিস্তার চপল
তোমার মতো মনুষ্যকে ক্লেশ দিয়ে নই,
আমি মানুষকে সম্ভ্রম করতে জানি
তোমার মতো সম্মান কেড়ে নিয়ে নই।
🌼🌺🌻🌺
লেখক:
এম.এ সাইফুল ইসলাম ✍️
ঠিকানা: সিকদার বিল, উখিয়া, কক্সবাজার
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-