টেকনাফে দুই পক্ষের গোলাগুলি: ২ লাখ ২৬ হাজার ইয়াবা উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফ ২ বিজিবি সদস্যরা নাফনদী সীমান্ত উপকুল থেকে আবারও ২লাখ ২৬ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

তবে এই ইয়াবার চালানটির সাথে জড়িত কোন অপরাধীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা বড় একটি ইয়াবার চালান নাফনদী অতিক্রম করে টেকনাফ প্রবেশ করবে।

সেই তথ্য অনুযায়ী ১০ অক্টোবর (শনিবার) রাত সাড়ে ৭টার দিকে হ্নীলা দমদমিয়া বিওপিতে কর্মরত সদস্যদের একটি দল ন্যাচার পার্ক সংলগ্ন নাফনদী বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি সদস্যরা দেখতে পায় ২টি নৌকা নিয়ে ৪/৫জন লোক নাফনদী শূণ্যরেখা অতিক্রম করে উপকুলে প্রবেশ করার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। কিন্তু মাদক পাচারে জড়িত অপরাধীরা সংকেত অমান্য করে বিজিবি সদস্যদের লক্ষ্য বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি শুরু করলে মাদক পাচারকারীরা নদীতে লাফ দেয় এবং তাদের পিছনে থাকা আরেকটি ইঞ্জিন বোটে করে কৌশলে মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার ফলে কোন অপরাধীকে আটক করতে পারেনি।

তবে তাদের ফেলে যাওয়া একটি নৌকা তল্লাশী করে ইয়াবাভর্তি ৩টি বস্তা উদ্ধার করে বস্তা গুলোর ভিতর থেকে ২ লাখ, ২৬ হাজার ইয়াবা পেতে সক্ষম হয় বিজিবি।

মালিকবিহীন এই ইয়াবা চালানটি উদ্ধারে সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক
লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) কক্সবাজার জার্নালকে জানান, মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসা এই ইয়াবা গুলোর সাথে জড়িত মাদক ব্যবসায়ীদের ধরতে বিজিবিতে কর্মরত গোয়েন্দা সদস্যদের গোপনীয় অভিযান অব্যাহত আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওয়াতাই নিয়ে আসা হবে।

তিনি আরো বলেন,মাদক পাচার প্রতিরোধ করার জন্য সীমান্ত প্রহরী বিজিবি সৈনিকরা সদা প্রস্তুত আছে এবং থাকবে।

আরও খবর