গণহত্যার প্রতিবাদে ঢাকায় বাংলাদেশি রাখাইনদের মানববন্ধন রবিবার

বাংলা ট্রিবিউন :

আরাকানে রাখাইনদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধ সংঘটনের প্রতিবাদে রবিবার (১১ অক্টোবর) ঢাকায় মানববন্ধন করবে রাখাইন কমিউনিটি অব বাংলাদেশ। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সকাল ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাসকারী সাত শতাধিক রাখাইন সম্প্রদায়ের জনগণ এই মানববন্ধনে অংশ নেবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাখাইন কমিউনিটি অব বাংলাদেশের মানববন্ধন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ক্যংঞিং সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ঢাকা, বরগুনা ও পটুয়াখালী জেলার সাত শতাধিক রাখাইন সম্প্রদায়ের মানুষ এ মানববন্ধনে অংশ নেবেন। এদের মধ্যে রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব, ভান্তেগণ, নারী ও শিক্ষার্থীরা রয়েছেন।’

মানববন্ধনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘আরাকানে বসবাসকারী জাতিগত রাখাইন সম্প্রদায় ও আমরা ভাষা, ধর্ম ও জাতিগত দিক থেকে অভিন্ন সত্ত্বা। মিয়ানমার সেনাবাহিনী তাদের ওপরে যে গণহত্যা ও নারকীয় নির্যাতন চালাচ্ছে,তা আমরা মুখ বুঁজে দেখে যেতে পারি না। তাই বাংলাদেশ ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সেই নির্যাতন বন্ধে চাপ সৃষ্টির লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনেকেই মনে করেন— রাখাইনে শুধু রোহিঙ্গাদের ওপর অত্যাচার করা হচ্ছে। এটা মোটেই ঠিক নয়। রোহিঙ্গাদের পাশাপাশি রাখাইনে জাতিগত বুড্ডিস্ট রাখাইনদের ওপরও সমভাবে নির্যাতন করা হচ্ছে।’

বিশ্ববাসী এবং জাতিসংঘের কাছে আয়োজকদের দাবি, এইরূপ অত্যাচারের বিরুদ্ধে যদি অতিসত্তর ‍রুখে দাঁড়ানো না হয়, তাহলে রাখাইন প্রদেশের সব জনগণ অচিরেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। আর এই পরিস্থিতিতে আমরা রাজধানীর বুকে সমাবেত হয়ে মিয়ানমারের বর্বর সামরিক বাহিনীর বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

 

আরও খবর