শহিদ এটিএম জাফর আলমকে নিয়ে কটুক্তি ও অসম্মান করায় কোটবাজারে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক •

উখিয়া উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহিদ এবং কক্সবাজার জেলার একমাত্র দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরি) বিজয়ী শহিদ বীর মুক্তিযোদ্ধা এটিএম জাফর আলম সিএসপি নিয়ে কটুক্তি করার প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরীর বিরুদ্ধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কোটবাজার স্টেশনের আরব সিটি সেন্টারের সামনে মোঃ কাউসারের সঞ্চালনায় মানববন্ধন করেন শহিদ এটিএম জাফর আলম স্মৃতি সংসদ, আমরা মুক্তিযোদ্ধা পরিবার, ৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সংগঠনের নেতা, রাজনীতিক ব্যক্তিসহ এলাকার সর্বস্তরের মানুষ।

উখিয়া উপজেলা আওয়ামীলীগের ব্যানারে এক বর্ধিত সভায় সভায় শহিদ এটিএম জাফর আলমের বিরুদ্ধে উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরীর খারাপ আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরালের পর আজ আন্দোলনে নামে কয়েকটি সংগঠন।

শহিদ এটিএম জাফর আলমকে নিয়ে খারাপ ও অশালীন ভাষা ব্যবহার করে তাকে (শহিদ এটিএম আলম) শাসিয়ে হামিদুল হক চৌধুরী বলেন, ‘জাফর আলম ছাড়া কি আর কেউ শহিদ হননি? জাফরের নামেই কেন সব স্থাপনার নাম দিতে হবে? স্টেশনের যাত্রী ছাউনি লিজ, শহিদ এটিএম জাফর আলম সিএসপি নৈশ বিদ্যালয়, শহিদ এটিএম জাফর আলম স্কুল এন্ড কলেজ, শহিদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিনারি একাডেমি, জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ, কক্সবাজার -টেকনাফ সড়ক কেন এই শহিদ বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণ করা হল সে প্রশ্নও তুলেন। এবং সবশেষে বলেন – জাফর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ করতে গিয়ে না চাঁদাবাজি করতে গিয়ে মারা গেছে সেটা আমরা জানিনা বলে মন্তব্য করেন।

মানববন্ধনে নেতারা বলেন, বর্তমানে দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও কেন মুক্তিযোদ্ধাদের অপমান-অপদস্ত করা হচ্ছে, আমাদের কেন রাস্তায় নামতে হচ্ছে, সরকার প্রধানের কাছে আমরা এর বিচার ও জবাব চাই।

বক্তারা বলেন, একজন উপজেলা চেয়ারম্যান একজন শহিদের বিরুদ্ধে যে সকল ভাষায় আচরণ করেছে, এটা কোনোভাবেই আমাদের কাম্য নয় এবং মেনে নেওয়া যায়না। এমনভাবে একজন শহিদ কে অপমান-অপদস্ত করে তিনি ক্ষমতায় থাকতে পারেন না। অতি শীগ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি আসবে।

আমরা হামিদুল হক চৌধুরীর অপসারণ চাই। তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে শহিদদের জন্য সুরক্ষা আইন করতে হবে।

এছাড়া বক্তারা আরও বলেন, একজন শহিদকে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানাতে আমরা আজ মানববন্ধন করছি। আজকে দেশের সব জায়গায় এভাবে গাপটি মেরে বসে আছে মুক্তিযোদ্ধের বিরোধী শক্তি। তাদের প্রতিহত করতে হবে। আমরা বীর মুক্তিযোদ্ধার নিয়ে কটুক্তি করায় হামিদুল হক চৌধুরীর শাস্তি দাবী করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন মিন্টু, সাকের উদ্দিন, জয়নাল উদ্দিন বাবুল, সাবেক সেনা কর্মকর্তা সাবের আহমদ, জিএম ইদ্রিস, কাসেদ নুর, মফিজুর রহমান মফিজ, মনজুর আলম মেম্বার , মোঃ সলিম উল্লাহ প্রমুখ।

আরও খবর