প্রেস বিজ্ঞপ্তি •
ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় কেন্দ্রীয় সংসদ কর্তৃক সদ্য ঘোষিত নতুন কমিটি টেকনাফ উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে তাৎক্ষনিক ভাবে স্বাগত মিছিল বের করে।
উক্ত মিছিলটি টেকনাফ পৌর শহর আলো শপিং কমপ্লেক্স থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে শাপলা চত্তর মোড়ে গিয়ে অবস্থান নেয়। এরপর কর্মিদের উর্দ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ছাত্রদলের সি: যুগ্ন আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব মোহাম্মদ শফি।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভা ছাত্রদলের নতুন কমিটির সদস্য সচিব আব্দুর রহমান বুখারী এবং সরকারি কলেজ ছাত্রদলের নতুন সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক হাফিজুল্লাহ, আশিকুর রহমান আকিল, সাইফুল ইসলাম, মোঃ সোহেল , কায়সার লাদেন, মোহাম্মদ আইয়ুবসহ প্রায় এক শতাধিক ছাত্রদলের নেতৃবৃন্দরা স্বাগত মিছিলে অংশগ্রহণ করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-