ছয়টি ব্লক ঘেরাও: রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক •


উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ছয়টি ব্লক ঘেরাও করে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের কমিউনিটি চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, বিকেল চারটা থেকে সেনাবাহিনী, র‍্যাব, জেলা পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেন।

ক্যাম্প ইনচার্জ কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমানের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বৈঠক করেন। ওই বৈঠকেই রোহিঙ্গা শিবিরটির কয়েকটি ব্লকে যৌথবাহিনীর অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে বিকেল চারটায় অভিযান শুরু হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদদৌজা দ্য ডেইলি স্টারকে অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি নিয়মিত অভিযানেরই অংশ। রোহিঙ্গা শিবিরের আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন রকম অবনতি না ঘটে তার জন্য এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর