কক্সবাজারে ইয়াবাসহ টেকনাফের পিতা-পুত্র আটক

জাহেদ হাসান •


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা দুজন পিতা পুত্র বলে জানা গেছে।

বুধবার (৭ অক্টোবর) বিকাল আনুমানিক ৪ টার দিকে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বে কক্সবাজার পৌরসভাধীন কৃষি অফিস রোডস্থ হোটেল প্রিন্স এর ৩য় তলার ২০৯ নং কক্ষে অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন, মোহাম্মদ হাসান (৩৮), পিতা- মৃত নুরুল ইসলাম ২. রিয়াজ উদ্দীন (২০), পিতা- মোহাম্মদ হাসান,উভয় সাং- ওয়াব্রাং,৩ নং ওয়ার্ড, হ্নীলা, টেকনাফ-কক্সবাজার।

এবিষয়ে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার মডেল থানায় মামলা রুজু করে।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, মোহাম্মদ হাসান ইয়াবাসহ ইতোপূর্বে চট্টগ্রামে পুলিশের হাতে এবং তার ছেলে রিয়াজ উদ্দীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের হাতে আটক হয়ে কারাভোগ করেন এবং বর্তমানে জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।এবং মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক সোমেন মন্ডল।

আরও খবর