দৃষ্টিনন্দন গোলদীঘি উদ্বোধন হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক : পর্যটন নগরী কক্সবাজারে আরেকটি নতুন বিনোদন স্পট উদ্বোাাধনধ হচ্ছে আজ। এ উপলক্ষে কক্সবাজার আসছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তিনি ৮ অক্টোবর সকাল ১০ টায় বিমান যোগে কক্সবাজার পৌছাবেন। এরপর তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন। সেখান থেকে মন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক চলমান প্রকল্প পরিদর্শন করবেন বলে নিশ্চিত করেছেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি।

এদিকে, উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে মন্ত্রী শরীফ আহমেদ কউক নির্মিত গোলদিঘির অত্যাধুনিক নতুন বিনোদন স্পট পুকুর উদ্বোধনের জন্য রাত ৮ টায় গোলদিঘিরপাড় যাবেন। উদ্ভোধন শেষে তিনি সংক্ষিপ্ত আলোচনা করবেন বলে জানা গেছে। পরদিন ৯ অক্টোবর ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর।

আরও খবর