টেকনাফে বহু মামলার পলাতক আসামী শীর্ষ ডাকাত আটক: লম্বা বন্দুক উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

 
টেকনাফে এপিবিএন কর্মরত পুলিশ সদস্যদের অভিযানে বহু মামলার পলাতক আসামী শীর্ষ রোহিঙ্গা ডাকাত জামাল হোসেন(৪৫) আটক।
এসময় দেশীয় তৈরী একটি লম্বা বন্দুক উদ্ধার করা হয়েছে।

সে হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার মৃত হায়দার আলির পুত্র।

তথ্য সুত্রে জানাযায়, ৭ অক্টোবর (বুধবার) সকাল ১০টার দিকে গোপন সংবাদের তথ্য অনুযায়ী এপিবিএন’র কর্মরক আর্মড পুলিশ সদস্যদের একটি দল হ্নীলা পশ্চিম লেদা এলাকা থেকে দেশীয় তৈরী একটি বন্দুকসহ তাকে আটক করতে সক্ষম হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, কক্সবাজার ১৬ আর্মস পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি বলেন, টেকনাফের নয়াপাড়া এপিবিএন’এ দায়িত্বরতপুলিশ পরিদর্শক (নিরস্ত্র ) রকিবুল ইসলামের নেতৃত্বে ১১ মামলার পলাতক আসামি ডাকাত বাহিনীর প্রধান শীর্ষ রোহিঙ্গা ডাকাত জামালকে আটক করা হয়। আটক ডাকাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর