রামুর মনজুর ইয়াবাসহ আটক: মিনি ট্রাক জব্দ

জাহেদ হাসান •

চট্টগ্রাম লোহাগাড়া থানা পুলিশ অভিযান বিশেষ চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার এক ইয়াবা কারবারিকে আটক ও মাদক পাচারে ব্যবহৃত ১টি মিনি ট্রাক জব্দ করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১ টার দিকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্বাবধানে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন সদর এলাকায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম গামী একটি মিনি ট্রাক তল্লাশী করে ৩ হাজার পিস ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।

আসামী ১। মঞ্জুর আলম(২২), পিতা-মৃত গোলাম আকবর, মাতা-মায়মুনা খাতুন, সাং-চাকমারকুল তেচ্ছিপুল ৪নং ওয়ার্ড,রামু-কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে লোহাগাড়া থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আরও খবর