ডেস্ক রিপোর্ট •
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় আরো একজন গ্রেপ্তার হয়েছে। গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার মুন্না বাহিনী ও আলী ইয়াকিন বাহিনীর মাঝে সংঘর্ষে ৪ রোহিঙ্গা নিহত এবং আহত হন এক আনসারসহ ৭ জন আহন হন। এ ঘটনায় ক্যাম্পে টহল জোরদার করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মঙ্গলবার সন্ধ্যায় ৮ নম্বর পূর্ব ক্যাম্পে মাস্টার মুন্না বাহিনী ও আলী ইয়াকিন বাহিনীর মাঝে সংঘর্ষ শুরু হয়। এসময় মুন্নার ভাই গিয়াস উদ্দিনসহ ওই পক্ষের ৪ জনকে কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক করা হয় মুন্নার বাবাকে। ক্যাম্পের ৪শ’ পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্প এলাকায় বাড়ানো হয়েছে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের টহল।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম কলেন, এক সপ্তাহ ধরেই রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষ চলছে। এর আগে ৪ অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরেকটি বাহিনীর সংঘর্ষে ২ জন নিহত হয়।
এ ঘটনার পর হোয়াইক্ষ্যং পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করে র্যাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-