টেকনাফে দুই মাদক ব্যবসায়ীর ব্যাগে পাওয়া গেলো অর্ধকোটি টাকার ইয়াবা

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •


টেকনাফে র‌্যাব-১৫’র সদস্যদের অভিযানে ইয়াবাভর্তি একটি ব্যাগসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

৫ অক্টোবর (সোমবার) রাতে টেকনাফে কর্মরত র‌্যাব-১৫ (সিপিসি-১)এর সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য টেকনাফ পৌর এলাকার প্রধান সড়কে কয়েকজন মাদক ব্যবসায়ী ঐ এলাকায় অবস্থান নিয়েছে।

সংবাদের তথ্য অনুযায়ী র‍্যাবের একটি দল উক্ত এলাকায় অভিযানে গেলে মাদক পাচারে জড়িত অপরাধীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে ইয়াবাভর্তি একটি শপিং ব্যাগসহ দুই যুবককে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন মৌলভী পাড়া এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র আব্দুর রশিদ (২০) এবং আলী আহমদের পুত্র মোঃ সাদেক (১৫)।

এসময় তাদের হাতে থাকে শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবাসহ আটক অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তি কার্যক্রম শেষ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন মাদক কারবারীদের ধরতে র‍্যাবের চলমান অভিযানকে আরো জোরদার করা হবো।

আরও খবর