মোঃনুরুল হক সিকদার •
রামুর রাজারকুল ইউনিয়নের বৈদ্যেরখীল এলাকায় থেকে চাকমারকুলে ৫ হাজার ৮২৩ ইয়াবাসহ ২ কারবারি আটক করেছে র্যাব।
তারা হলো- চাকমারকুল মাদ্রাসা গেইট এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে সাদ্দাম হোসেন (২৮) এবং নয়াপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আব্দু রহিম (৪৫)।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বৈদ্যেরখীল রাস্তার মাথা থেকে তাদের অঅটক করে র্যাব ১৫ এর একটি চৌকশ আভিযানিক দল।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৯ লক্ষ ১১ হাজার ৫০০ টা বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, রামু থানাধীন বৈদ্যেরখীল রাস্তার মাথা সুরঞ্জন বড়ুয়ার দোকানের সামনে রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চলানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ৫,৮২৩ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে , দীর্ঘদিন যাবত তারা কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-