প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ‘শুভ্র বাংলাদেশ’ কর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক •


সেন্টমার্টিন দ্বীপ অপরুপ সৌন্দর্যের লীলাভূমি, বাংলাদেশের এক মাত্র প্রবাল দ্বীপ। যেখানে রয়েছে সাগরের নিল জলের ও আকাশের অপরুপ হাতছানি। অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে কিন্তু পর্যটকদের ব্যাবহৃত প্লাস্টিক বর্জ্য ও অপচনশীল আবর্জনা যত্রতত্র ফালানোর ফলে দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্য দিন দিন হারিয়ে যাচ্ছে।

দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্য রক্ষার প্রয়াসে শুভ্র বাংলাদেশ বীচ পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে এবং যত্রতত্র আবর্জনা না ফালানোর জন্য স্থানীয় জনগণ ও পর্যটকদের সচেতন করে।

সেচ্ছাসেবী প্রতিষ্ঠান “শুভ্র বাংলাদেশ” সাথে সবসময়ের মত এবারও পাশে ছিল পোশাক শিল্পের স্বনামধন্য ফ্যাশন হাউস “স্মার্টেক্স”।

আরও খবর