উখিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

শাহেদ মিজান •

উখিয়া রত্মাপালংয়ের ভালুকিয়া মাতবরপাড়ায় কাবেরী বড়ুয়া (১০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামীর সাথে কলহের জের এই ঘটে বলে প্রাথমিক বলে জানা গেছে।

তবে এই মৃত্যু নিয়ে পক্ষে-বিপক্ষে বক্তব্য পাওয়া যাচ্ছে। নিহত গৃহবধূর স্বামীর পরিবার বলছে আত্মহত্যা করেছে আর পিতার পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে। নিহতের গৃহবধূর স্বামী উপেল বড়ুয়া। তিনি ওই এলাকার মৃত সন্তোষ বড়ুয়ার পুত্র, পেশায় সিএনজি চালক।
মৃত্যু বিষয় নিশ্চিত করছেন স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম।

প্রতিবেশিরা জানিয়েছেন, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে জানা যায়। ভোরের দিকে আহত অবস্থায় গৃহবধূ কাবেরী বড়ুয়াকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম বলেন, পরিষদের চাল বিতরণের কারণে আমি ঘটনাস্থলে যেতে পারিনি। তবে আমিও এরকম ঘটনা শুনেছি। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছে বলে জেনেছি।

মুঠোফোন বন্ধ থাকায় এই ঘটনার বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর