সিনহা হত্যা মামলা ‘অবৈধ’ দাবি, আদালতে রিভিশন আবেদন

শাহেদ মিজান •


অবসর প্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবী করে রিভিশন আবেদন করেছেন আসামী পক্ষের আইনজীবী।

রোববার কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করেন এডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।

তিনি আবেদনে উল্লেখ করেছেন, সিনহার বোনের মামলাটির পুরো বিচার প্রক্রিয়া পরিচালিত হচ্ছে আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ করা হচ্ছেনা । ফলে সিনহা হত্যার কান্ডের বিচার সুষ্ঠু ও ন্যায় বিচার প্রতিষ্ঠা নিয়ে তার সন্দেহ আছে।

তিনি আবেদনে বলেছেন, বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে হলে ২০৫ ডি সেকশন অনুসরণ করার আবেদন করেন। সিনহা হত্যা মামলার বিরুদ্ধে আসামী পক্ষের রিভিশন আবেদনের শুনানি ২০ অক্টোবর ধার্য্য করেছেন আদালত।

আরও খবর