র‍্যাবের জালে ২০ হাজার ইয়াবা নিয়ে ধরা পড়লো রোহিঙ্গা যুবক

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া •

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

আটক রোহিঙ্গা হলেন কুতুপালং ১ নম্বর ক্যাম্পের W-ব্লকের আবদুল হাইয়ের ছেলে আইয়ুব খান(২০)।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার সময় কুতুপালং থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা কুতুপালং এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করলে সে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে র‍্যাব তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে মোট ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটক মাদক ব্যবসায়ীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর