এবার সীতাকুণ্ডে ফেনসিডিলের চালান নিয়ে ধরা পড়লো কক্সবাজারের মুরাদ

ডেস্ক রিপোর্ট •
সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলের একটি চালানসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

আটক ব্যক্তির নাম মো. মুরাদ (৩৫)। তিনি কক্সবাজার জেলার সদর থানাধীন চাত্তিকাপল্লী এলাকার জাকেরের ছেলে।

শুক্রবার (২ অক্টোবর) ভোরে ভাটিয়ারি এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাস থেকে ফেনসিডিলের চালানসহ একজনকে আটক করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব–৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ভাটিয়ারি এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাস থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মুরাদ নামে একজনকে আটক করা হয়েছে। মুরাদ ফেনসিডিলের চালানটি ফেনী থেকে কক্সবাজার নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আটক ব্যক্তিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর