ইমাম খাইর •
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। তার নাম ফাতীন ইতমাম মাহমুদ (২৩)।
তিনি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা মিরপুরের বাসুপাড়া সি-ব্লকের (৩য় কলোনী) মাহমুদুল হোসাইনের ছেলে।
শুক্রবার (২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে সিগাল হোটেল সংলগ্ন সমুদ্র সৈকতে ঘটনাটি ঘটে।
টুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিগাল হোটেল সংলগ্ন সাগরে ভাটার সময়ে গোসলে নামে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সেখানে ভাটার টানে হারিয়ে যায় ফাতীন ইতমাম মাহমুদ। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ উদ্ধারপূর্বক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জিল্লুর রহমান জানান, এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ইউডি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-