নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সমুদ্র সৈকতে ‘প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে’ এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে; এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ভূক্তভোগী যুবতী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
বুধবার রাত সাড়ে ১২ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন বিজিবির উর্মি রেস্তোরার পাশে নির্জন স্থানে এ ঘটনা ঘটেছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল গীয়াস।
ধর্ষণের শিকার যুবতীর আনুমানিক বয়স ১৮ থেকে বছর। তার বাড়ী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী এলাকায়।
ঘটনায় গ্রেপ্তার ওসমান সরওয়ার (২৬) কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে। সে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) পরিচালনাকারি।
অভিযোগের বরাতে ওসি মুনীর-উল গীয়াস বলেন, ভূক্তভোগী যুবতীর সঙ্গে মোবাইল ফোনে জনৈক ব্যক্তির পরিচয় ঘটে। এ পূর্ব পরিচয়ের সূত্র ধরে বুধবার বিকালে চকরিয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে ওই যুবতী।
“ ভূক্তভোগী যুবতী কক্সবাজার সৈকতে পৌঁছার পর থেকে প্রেমিকের মোবাইল ফোন বন্ধ পায়। পরে দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর রাত ঘনিয়ে এলে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) ভাড়া নেয়। “
ভুক্তভোগী যুবতীর বরাতে ওসি বলেন, “ রাতের এক পর্যায়ে ওই যুবতীকে নিরাপদ স্থানে পৌছে দেয়ার কথা জানায় ওই যুবক। পরে গ্রেপ্তার যুবক বিজিবির উর্মি রেস্তোরা পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে। “
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভূক্তভোগী যুবতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানান মুনীর-উল গীয়াস।
ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট অভিযুক্ত ওসমান সরওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
মুনীর-উল গীয়াস জানান, এ ঘটনায় অভিযুক্ত যুবককে আসামী করে মামলা দায়ের হয়েছে। ভূক্তভোগী যুবতীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-