কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ৫২ জনের স্থাপনা উচ্ছেদে বাধা নেই

ফাইল ছবি

বাংলা নিউজ •
কক্সবাজারের সমুদ্রসৈকতের কলাতলীর সুগন্ধা পয়েন্টে ৫২ জনের স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের দেওয়া রুল ও স্থগিতাদেশ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে ওই ৫২ ব্যক্তির স্থাপনা উচ্ছেদে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

ভূমি মন্ত্রণালয় ও রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (০১ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ভূমি মন্ত্রণালয়ের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

আরও খবর