ধর্ষণ নিয়ে সালমান ফারসীর কবিতা

~সালমান ফারসী শাহীন ~

মাগো…

তুমি গল্প বলতে, তোমার-
এক ছিল সোনার দেশ,
কোথায় তোমার সেই দেশ
আছে শুধু মানুষের বেশ।
কথা ছিল তোমার গল্পের
তুমিই হবে একমাত্র রাণী,
কি হতে আজ কি হচ্ছে মা
ভুল ছিল তোমার বাণী।
মাগো…
তোমার গল্পে মতোয়ারা হয়ে
গিয়েছিলাম ভুলে,
নেই আজ এই দেশে, তোমার-
গল্পের সেই ছেলে।
কষ্টের কথা আমি আজ মা
বুঝাবো বল কারে,
কেমনে তারা তোমার, কাপড়-
ধরে টান মারে?
মাগো…
ধর্ষণটা আজ হলে গেল
তোমার দেশের ফ্যাশন,
কোন শাস্তি নেই মা আজ
যতই করুক ধর্ষণ।
ভয় লাগে মা আজ আমার
তোমায় নিয়ে ঘুরতে,
হায়েনারা যে লুকিয়ে আছে
জায়গাতে জায়গাতে।
মাগো…
নিশ্চিন্তে ছিলে তুমি এতদিন
শুধু এই কথা ভেবে,
তোমার ছেলে তোমার দেশ
স্বাধীন করেছে সে কবে।
ভুল ছিলে মা তুমি তখন
স্বাধীন বলে ভেবে,
পরাধীনতা ছাড়েনি আজও
দেখলে তো মা সবে।
মাগো…
বড় বেশী কষ্ট হয় মা আজ 
দেখে তোমার গল্পের দেশ,
সোনার দেশের কথা বলে
তোমাকেই তো করে শেষ।
আমরা তোমার ছেলেরা মা
নতুন করব পথ চলা,
তুমিও আজ থেকে ভুলে যাও
সোনার দেশের গল্প বলা।

         লেখকঃ- কবি ও প্রাবন্ধিক

…………..

আরও খবর