কক্সবাজারের মাদক ব্যবসায়ীরা ধরা পড়ছে চট্টগ্রামে: ফের আটক ১

জাহেদ হাসান •
কক্সবাজার জেলার আনাচে কানাচে থাকা মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য ফের বেড়েছে। চেকপোস্ট ফাঁকি দিয়ে ঢাকা-চট্টগ্রামে প্রতিদিন নিয়ে যাচ্ছে হাজার ইয়াবা। আর এ ইয়াবা পাচার করতে গিয়ে ধরাও পড়ছে তারা। অনেকেই আবার নানা কৌশলে গন্তব্যে পৌঁছে যাচ্ছে।

এবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের মাদক ব্যবসায়ীকে ১ হাজার ৮শত পিস ইয়াবাসহ আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)বিকাল ৫টায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের চট্টগ্রাম খ-সার্কেল পটিয়ার একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার  মহাসড়কের পটিয়া থানাধীন মোজাফফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয়ের এর বিপরীত পার্শ্বে চট্টগ্রাম গামী চট্ট মেট্রো-ব-১৪-১৪১২ স্বাধীন নামীয় যাত্রীবাহী বাসে একজন যাত্রীর দেহ তল্লাশী করে ১৮ শত পিস উদ্ধার সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আসামী- আব্দুল গফুর (৩৩)পিতা- আব্দুল মালেক, মাতা- হাজেরা খাতুন, সাং-কানজার পাড়া, লাতুরী খোলা, উত্তর হ্নীলা, হোয়াইক্যং,টেকনাফ-কক্সবাজার।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে পটিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে উপপরিচালক হুমায়ূন কবির খন্দকার নিশ্চিত করেছেন।

আরও খবর