সালাহ উদ্দিন •
রাজনীতি করে সবাই নেতা হতে পারে না সত্য, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে। অতএব, নেতা হতে পারব না বলে রাজনীতিই করব না।সেই লোক কিন্তু আমি নয়।
একজন ছাত্র যখন SSC /HSC পরীক্ষা দেয়,সে কিন্তু পাশ করার আশা নিয়েই দেয়। কিন্তু তারপরেও অনেক কে ফেল করতে হয়।
এখন কথা হলো ফেল করার ভয়ে যদি আমি পড়াশোনা করাটাই বন্ধ করে দিই,তাহলে আমি নিরক্ষর হয়ে যাব।যার অর্থ আমি জীবন যুদ্ধে হেরে গেলাম।তবে সবাই যদি পরীক্ষাই পাশ করে ফেলে তাহলে যে দেশে শ্রমিক-মজুরের অভাব বেড়ে যাবে।তাই ফেল করাও দরকার। কিন্তু আমি নিজে স্বয়ংসম্পূর্ণ হয়েই রাজনীতি করতে এসেছি। আর এমনটাও নয় যে,আমাকে রাজনীতি করে ভাত খেতে হবে।
মূল কথায় আসি,ছাত্র রাজনীতি করছি ভালো কথা। কিন্তু ছাত্রত্ব বিসর্জন দিয়ে নয়।অর্থাৎ নিজের যোগ্যতা নিজেই অর্জন করেছি।সুতরাং রাজনীতিতে সফল না হলে যে,আমি ব্যর্থ হয়ে ঘরে বসে থাকব সেই লোক আমি নয়। তাই পরামর্শ রইল আমার পেছনে সময় ব্যয় না করে নিজের জন্য সময় ব্যয় করুন।এতে নিজের ভালোটাই বেশি হবে।
আমি ব্যক্তিগতভাবে কখনো কারও খারাপ চাইনি।কারণ আমি কখনও ক্ষমতাবান ছিলাম না যে, কারও ক্ষতি করব।অর্থাৎ শূন্যে ছিলাম, শূন্যেই আছি।সুন্দর ভবিষ্যৎটা আমার সামনেই স্বপ্নের মতন পড়ে রইল।
আল্লাহ সবাই কে বোঝার তৌফিক দান করুক আমিন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-