রোহিঙ্গার পলিথিন ব্যাগে পাওয়া গেলো ১০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক ◑  কক্সবাজারের উখিয়া থানাধীন বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের সামনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে বাংলাদেশ টেলিভিশন উখিয়া উপকেন্দ্রের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটককৃত আসামী হল, ফরিদ উল্লাহ (২০) কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর সলিম উল্লাহ’র ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বাংলাদেশ টেলিভিশন উখিয়া উপ কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে পালানোর চেষ্টা কালে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে ইয়াবা পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উদ্ধার কৃত ইয়াবার আনুমানিক মুল্য ৫০ লক্ষ টাকা। আটককৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর