নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ স্থানীয় এক মাদক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, গত ২৮সেপ্টেম্বর রাত সাড়ে ৮টারদিকে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল মাদক মজুদের সংবাদ পেয়ে কক্সবাজার হাজী পাড়া আব্দুল গফুরের বসত-বাড়িতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আব্দুল গফুরের পুত্র মাহমুদ (২৮) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগটি তল্লাশী করে ৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে কক্সবাজার সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর মিডিয়া বিভাগ নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-