কক্সবাজার সৈকতে বর্জ্য অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক •

অবশেষে কক্সবাজার সৈকতে ভেসে আসা বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে জেলা প্রশাসনের বিচ পরিচ্ছন্নকর্মীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে এ কাজ শুরু হয়। প্রতিটি পয়েন্টে ১০ জন করে পরিচ্ছন্নকর্মী রয়েছেন, যারা এ বর্জ্য পরিষ্কারের কাজ করছেন।
তবে বর্জ্য পরিষ্কার করলেও এখনো পর্যন্ত সাগরে বর্জ্য ভেসে আসা অব্যাহত থাকায় বেকায়দায় পড়ছেন তারা।

পর্যটকরা সৈকতে ভেসে আসা এসব বর্জ্য দ্রুত সময়ের মধ্য পরিষ্কার করার কথা বলেন।

এর আগে ভারি বষর্ণের কারণে গত শুক্রবার থেকে সৈকত তীরে ভেসে আসতে থাকে গাছের গুঁড়ি, খড়কুটো, কাঁচের বোতল, লতাপাতা ও ছেড়া জাল। যা সৈকতে পর্যটকদের চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে।
এই নিয়ে সময় সংবাদে সচিত্র সংবাদ পরিবেশন করা হয়। এরপর থেকেই বর্জ্য অপসারণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

আরও খবর