টেকনাফ ও চকরিয়ার দুই মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় আটক

চট্টগ্রাম • চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার সৈয়দের দোকান এলাকা থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলো- কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে লেডুমিয়ার ছেলে মো. শরীফ (১৯) ও চকরিয়ার বহদ্দারকাটা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের আহমদ হোসেন সিকদারের ছেলে মো. সোহেল (২২)।

থানা সূত্রে জানা যায়, দুই ইয়াবা কারবারি টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলো- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল হাইওয়ে সড়কে অবস্থান নেয়। মহাসড়কের সৈয়দের দোকান নামক স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার দুই ইয়াবা কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর