নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল যৌথ চেকপোষ্ট কর্তৃক বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সাড়ে ৬টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলাধীন ৯নং খুনিয়াপালং ইউপি’র রেজুখাল যৌথ চেকপোষ্ট নামক স্থানে এ অভিযান চালানো হয়।
টেকনাফ থেকে কক্সবাজারগামী প্রাইভেটকার তল্লাশীকালীন প্রাইভেটকারের পিছনের ডান পার্শ্বে বডির সাথে কালো কসটেপ দ্বারা ফিটিং করে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ধৃত আসামী মোঃ সাইফুল ইসলাম (২৪), পিতা-নুরুল ইসলাম, গ্রাম- জনার কেউচিয়া, পোষ্ট+থানা-সাতকানিয়াকে ৩০ হাজার পিস ইয়াবা সহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ লক্ষ টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মোঃ ইয়ার হোসেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-