সংবাদ বিজ্ঞপ্তি •
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ও কক্সবাজার পৌরসভার অন্তর্গত ০৫নং ওয়ার্ডস্থ এসএম পাড়ার সাথে সংযুক্ত ছনখোলার ঘাটে ব্রীজ নির্মাণের দাবীতে ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হওয়ার কথা থাকলেও অনাকাঙ্খিত কারণে উক্ত ছনখোলার কেয়াঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্রিজ নির্মাণ আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার চীফ কম্পিউটার অপারেটর মোহাম্মদ হাশেম ও আনজু আরা বেগমের নেতৃত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক এম.এ সাত্তার, কেফায়েত উলাহ, পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার পারভেজ, ছনখোলা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকের হোসাইন, সাদ্দাম হোসেন, মোহাম্মদ ফয়সাল, সাইফুল ইসলাম র“বেল, আমান উলাহ, বজল আহাম্মদ, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ আবছার, জসিম উদ্দিন, রেজাউল করিমসহ উক্ত মানববন্ধনে দাবী আদায়ের প্রেক্ষিতে শত শত মানুষ অংশগ্রহণ করেন এবং যতদিন পর্যন্ত উক্ত দাবী আদায় হয়নি।
ততদিন পর্যন্ত আন্দোলন করে যাবে বলে মত প্রকাশ করেন। এসময় বক্তারা বলেন, প্রতি বছর ছনখোলার ঘাটে ২/৩ জন মানুষ নৌকা নিয়ে পারাপার হওয়ার সময় নৌকা ডুবে মৃত্যুবরণ করেছে।
আর এতে অনেক মা-বাবার বুক খালী হয়েছে। উক্ত ঘাটে হারিয়েছে মা-বাবা কিংবা ভাই-বোন ও আত্মীয় স্বজনদের। তাই অতিদ্র“ত উক্ত ছনখোলার ঘাটে নির্মাণ করে মানুষের দূর্ভোগ লাগব করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এবং এব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-