ডায়েরি ও গোলাপ

মোঃ ইউনুস খান • 

আসমানি তাকে সাজানো
মেঘরঙা ডায়েরি
পুরনো ও অনন্য,
শুরু ও শেষের পতাক’টি ছেঁড়া
বহুকাল খুলে দেখা হয়নি।

যত্নের আঙুল স্পর্শে
আচানক খুলে গেল
বেরিয়ে এসেছে গোলাপ
সামান্য শিহরে স্রস্ত,
শুকনো পাপড়ি হতে
বিনাশব্দে খসে পড়েছে।

একটি বিষন্ন সকাল
একটি উদাস দুপুর
একটি উদ্বেলিত বিকেল
একটি অসম্পূর্ণ রাত,
আমি কুড়িয়ে নিয়েছি।

কিন্তু এদের রাখবো কোথায়?
ফ্যামিলি অ্যালবামে ধরে না
ফুলদানিতে রাখার অবস্থাও নেই
আবার ভস্মগাদায় ফেলতে গেলে
ভাঙাকুলোর শেষ-দশা হয় মন।

আরও খবর