সালমান ফারসীর কবিতা ‘বাঁচতে শিখে গেছি তুমি ছাড়া’

সালমান ফারসী শাহীন •
       ………………
আমি বাঁচতে শিখে গেছি
তুমি ছাড়া।
তুমি নেই তাই বলে আজ
নিশিরাতে আঙ্গিনায় বসে,
তারাদের সাথে বলিনা কথা
আগের মত হেসে হেসে।

তা ঠিক, তবুও-
আমি বাঁচতে শিখে গেছি
তুমি ছাড়া।
তুমি নেই তাই বলে আজ
হৃদয় মন্দিরের ফটক
বন্ধ করে, অন্দরে-
বসে থাকি ঘাপটি মেরে।
তবুও খুঁজিনা তোমায়,

কারণ,
বুঝেছি আমি আজ
তুমি হেতু মরিচীকা,
তাইতো তোমায় ছাড়া
থাকি একা একা।

ভেবোনা তুমি,
কষ্টে এ হৃদয় হবে জর্জরিত
তবুও করবোনা আমি কভু
তোমায় তাড়া,
কারণ, আমিও বাঁচতে শিখেছি
তুমি ছাড়া।

তুমি নেই তাই বলে আজ
নিশুতি রাতে চমকে উঠিনা,
তবে কষ্টরা আজও এ বুকে
আগের মত একটু দেয় হানা।

তা ঠিক, তবুও-
আমি বাঁচতে শিখে গেছি
তুমি ছাড়া।

জানি, নিয়তির হাতে তুমি বন্দি
তাই তার সাথে করে সন্ধি
তোমার জীবন থেকে আমায়
করলে তাড়া।

                    লেখক- কবি ও প্রবন্ধিক

আরও খবর