এড.মনিরুল ইসলাম •
টেকনাফসহ কক্সবাজারে নতুন পদায়নকৃত পুলিশ কর্মকর্তাদের কেউ ফুলেল শুভেচ্ছা দিয়ে তেল মর্দন থেকে বিরত থাকবেন। তাদের কাজ হলো সেবকের শোষিতের নয়। কোন রাজনৈতিক নিজের আখেঁর গোছানো দালালদের যেন স্হান না হয় এই থানায়।
তাদের পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে সুশীল সমাজের ব্যাক্তিত্ববান মানুষরা এগিয়ে আসুন।
আশাকরি এইবার টেকনাফ থানা দালালমুক্ত হবে কেননা, এই দালালরা তো আমাদের সমাজের চেনা জানা লোক তাদের তো আর বদলি নেই অন্যত্র দালালি করার সেই সমস্ত দালালদের চিনে রাখুন।
পুরাতন দালালদের বিরুদ্বে ইতোমধ্যে অনেক মামলাও দায়ের হয়েছে সুতরাং নব্য দালালদের দালালি করার সুযোগ যেন না হয় সেদিকে টেকনাফের জনগণ সজাগ দৃষ্টি দিবেন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে নতুন উদ্দ্যমে তাদের অগ্রযাত্রা যেন জনগণের কল্যানে নিবেদিত থাকে।।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-