হাশেম সৈকতের ‘অনু কবিতা’

হাশেম সৈকত •

হেঁটে যাও, আমি ফুটপাথ হয়ে শুয়ে আছি।

বিষাদের অধিক আর সম্রাজ্য নাই।

তাল গাছের উচ্চতা মাপি, দাড়াঁব ভেবে।

কাবিন ছিঁড়ে যাচ্ছে, অনুভবের অভাবে।

জলের প্রবাহ ছাড়া, কখনো নদী হয়না।

মৃত নদীর খবর- কেউ রাখেনা, রাখেনি।

ব্যাচেলর হে, এ কেমন দু পায়ের জীবন!

তাপিত দুখের ভার, কতো ব্যাচেলর জানে।

সব প্রেমে ফুল নাই, কিছু মুকুলেই ঝরে।

সংসার, কোন মনপোড়া মানুষের চিতা।

আরও খবর