গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
পর্যটন খ্যাত প্রবালদ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকত এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
তথ্য সুত্রে ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৫ টার দিকে দ্বীপের কোনার পাড়া সংলগ্ন সৈকত উপকুলে ভেসে আসে।
তবে মৃতদেহটি অর্ধগলিত এবং গলাটি কাঠা ছিল।
ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, শুক্রবার বিকালের দিকে মাথাবিহীন অর্ধগলিত একটি মৃতদেহ সাগর উপকুলে ভেসে আসার খবর পেয়ে দ্বীপে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যদের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
সত্যতা নিশ্চিত করে সেন্টমার্টিন কর্মরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. রেদোয়ানুল ইসলাম বলেন, সৈকতে ভেসে আসা মৃতদেহটি মাথা নেই এবং শরীরের বেশীর ভাগ অংশ গলিত হওয়ার কারনে পরিচয় সনাক্ত করার কোন উপায় ছিল না।
তিনি আরো জানান, গলিত লাশটি উদ্ধার করার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় দ্বীপের পশ্চিম পাড়া এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-