এড. নেজামুল হকের পিতার মৃত্যুতে ভারুয়াখালী এসোসিয়েশন কক্সবাজার’র শোক প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি ◑
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়ার বাসিন্দা প্রবীণ মুরব্বী আলহাজ্ব আব্দুস ছাত্তার বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুস আব্দুস ছাত্তার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী ও ভারুয়াখালী এসোসিয়েশন কক্সবাজারের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নেজামুল হক এবং ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এনামুল হকের পিতা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারুয়াখালী এসোসিয়েশন কক্সবাজারের সদস্যবৃন্দ।

এক শোক বার্তায় ভারুয়াখালী এসোসিয়েশন কক্সবাজার এর সভাপতি ডাঃ মনজুর আলম, যুগ্ন সম্পাদক মুহাম্মদ ছুরত আলম অর্থ সম্পাদক এডভোকেট আবু হেনাসহ সদস্যবৃন্দ মরহুমের রুহের অাত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেন।

আরও খবর